অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় সুপারি পাড়তে গিয়ে পারভেজ(১২) নামের একটি শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে জানা গেছে।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামে এঘটনা ঘটে।

জানা গেছে, শিশু পারভেজকে প্রতিবেশী শাহিন মিয়া সুপারি পাড়ার জন্য নিয়ে যায়। সুপারী পাড়ার জন্য গাছে উঠলে সে বিদ্যুতের তারে জরিয়ে মাটিতে পরে যায়। তাৎক্ষনিক শাহিন মিয়া পারভেজকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। পারভেজের বাবার নাম মো.আব্দু বারেক।

বাবা আব্দুল বারেক জানান, আমি বাড়ি না থাকায় আমার পাশ্ববর্তী শাহিন সুপারি পাড়ার কথা বলে আমার ছেলেকে নিয়ে যায়। পারভেজ সুপারি গাছে উঠলে পাশের বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গাছ থেকে পরে যায়। তাৎক্ষনিক কাউকে না জানিয়ে ঘটনাস্থল থেকে শাহিন পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন।

পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক নিতাই চন্দ্র ঘোষ জানান, আমাদেরর কাছে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের প্রায় ৫০ ভাগ পুরে গেছে। স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসার পরেও তার শরীর থেকে পোড়া গন্ধ বের হচ্ছিল।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, ঘটনাটি হাসপাতাল কতৃপক্ষ আমাকে জানিয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

(এটি/এসপি/নভেম্বর ১৬, ২০১৯)