চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর-পাবনা সড়কের মহেশপুর ইট ভাটার সামনে শনিবার সন্ধ্যায় কাঠ বোঝাই ট্রলি উল্টে ফরিদ হোসেন নামে হেলপার নিহত হয়েছেন। 

ফরিদ হোসেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি ট্রলির হেলপার হিসেবে কাজ করতো। মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে একটি ট্রলিতে কাঠ বোঝাই করে পাশের একটি বাজারে যাওয়ার সময় চাটমোহর উপজেলার মহেশপুর উটভাটার সামনে একটি ট্রাক সাইড দিতে গিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায় ট্রলিটি। ট্রলিটিতে আলো না থাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি দুর্ঘটনার শিকার হয়। এতে ট্রলির নিচে চাপা পড়ে হেলপার ফরিদ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(এস/এসপি/নভেম্বর ১৭, ২০১৯)