আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় ১০টি কেন্দ্র নকল মুক্ত পরিবেশে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। সমাপনী ও এবতেদায়ী শাখায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬৪৩জন। পরীক্ষার হল পরিদর্শন করেছেন ইউএনও।

উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল হক তালুকদার জানান, রবিবার সকালে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এবছর প্রাথমিক শাখায় ২৪৯৪জন ও এবতেদায়ী শাখায় ১৯৪ জনসহ মোট ২৬৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

প্রথম দিন অনুষ্ঠিত পরীক্ষায় সরকারী গৈলা মডেল বিদ্যালয়, সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নগড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার হল পরিদর্শণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। পরিদর্শনের সময় সাথে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল হক তালুকদার, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক।

প্রথম দিনের পরীক্ষায় সাধারণ শাখায় ৪১জন ও এবতেদায়ী শাখায় ২৪জনসহ মোট ৪১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল হক তালুকদার।

(টিবি/এসপি/নভেম্বর ১৭, ২০১৯)