নড়াইল প্রতিনিধি : সড়ক পরিবহন আইন-২০১৮ এর জেল জরিমানা সংশোধন সহ ১১ টি দাবীতে নড়াইলে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ মানববন্ধন করেছে। 

রবিবার (১৭ নভেম্বর)সকালে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল যশোর সড়কে ঘন্টাব্যাপী অুনষ্ঠিত মানববন্ধনে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন,সাধারন সম্পাদক কাজী জহিরুল হক, কোষাধ্যক্ষ বিপ্লব বিশ্বাস বিলো, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদেক খান, শ্রমিকনেতা কামরুল বিশ্বাস প্রমূখ।

মানববন্ধনে বক্তারা প্রতিটি সড়ক দুর্ঘটনায় মামলা ৩০৪/খ ধারায় রুজু করা, মটরযান ও চালকেদের ওপর অধিক অর্থদণ্ড, জেল জরিমানা সংশোধন করাসহ বিভিন্ন দাবি জানান। সড়কের পাশে হাটবাজার উচ্ছেদ, যানবাহন স্কেল মাপার দূর্নীতি বন্ধ,হাইওয়েতে সকল অবৈধ যান চলাচল বন্ধ, বি আর টি এ দুর্নীতি বন্ধ করে ড্রাইভিং লাইসেন্স সহজ করা, গাড়ির ফিটনেস স্ব স্ব জেলা থেকে প্রদান, সড়কে পুলিশের হয়রানী বন্ধ এবং হাইকোর্টের রায় অনুয়ায়ী চালকের নিয়োগপত্র-বেতনভাতা নির্ধারন করার দাবি জানানো হয়। আইন সংশোধন না হলে চালক রা জুলুমের ভয় মাথায় নিয়ে গাড়ী চালাবে না বলে হুশিয়ারী দেন পরিবহন মালিক ও শ্রমিক পক্ষ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

(আরএম/এসপি/নভেম্বর ১৭, ২০১৯)