স্টাফ রিপোর্টার : জাতীয় সম্প্রচার নীতিমালা বিকাশমান গণমাধ্যমকে সংকোচিত করবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা সম্প্রচার নীতিমালা অনুমোদন দেয়ার পরে এক প্রতিক্রিয়ায় নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা সংবিধানের ৩৯ ধারা মোতাবেক করা হয়েছে। নীতিমালা বাস্তবায়ন করতে কমিশন গঠন করা হবে। কমিশন গঠন না হওয়া পর্যন্ত বিদ্যমান আইনে এটি পরিচালিত হবে।

তিনি বলেন, কমিশন গঠনের পরে আইন তৈরি করা হবে। এ খসড়া আইনটি করার জন্য একটি সাব কমিটি গঠন করা হবে। এ কমিটি আবার সবার সাথে কথা বলে মতামত নিবে। মুল কমিটি কাজ করে আবার সংসদীয় কমিটিতে পাঠাবে এর পরে সংসদে পাশ করা হবে।

ইনু বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা না থাকার কারণে গনমাধ্যম এতদিন অন্ধকার জগতে ছিল।

(ওএস/এটিআর/আগস্ট ০৪, ২০১৪)