বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে পাগল ছেলের দায়ের কোপে মারা গেলেন বৃদ্ধ বাবা রাশেদ খান (৮৫)। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। মস্তিষ্ক বিকৃত ছেলে কুদ্দুস খান (২৫) শুক্রবার দুপুরে পায়ের শিকল ভেঙে ধারালো দা দিয়ে বিছানায় পড়ে থাকা অসুস্থ বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। 

এলাকাবাসী জানায়, মস্তিষ্ক বিকৃত কুদ্দুসকে কয়েক মাস আগে পাবনা মানষিক হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা বাড়ীতে নিয়ে আসে। সপ্তাহখানেক আগে তার আচার-আচরণ অস্বাভাবিক হলে তাকে শিকল দিয়ে ঘরে বেধে রাখা হয়। শুক্রবার দুপুরে ইট দিয়ে শিকল ভেঙে প্রথমে তার মাকে দা নিয়ে ধাওয়া করে। মাকে না পেয়ে বিছানায় থাকা অচল বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে। বৃদ্ধ বাবা রাশেদ খানকে খুরনা মেডিকেল করেজ হাসপাতালে ভর্তি করা হয়ে গতকাল সকালে তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে আসামী পাগল হওয়ায় কোন ধারায় মামলা হবে, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

(এসএকে/এসপি/নভেম্বর ১৭, ২০১৯)