আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : থানার আয়েশী চেয়ার ছেড়ে সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা পৌঁছে দেয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আগৈলঝাড়া থানার চৌকস অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন এবার ছুটে চলেছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলের বঞ্চিত নারীসহ সাধারণ জনগোষ্ঠির দুঃখ দুর্দশার কথা শুনতে।

জাতিসংঘ সনদ প্রাপ্ত ওসি আফজাল হোসেন এক বছর আগে আগৈলঝাড়া থানায় যোগদান করার পর থেকেই তার কর্মদক্ষতায় পুলিশিং কাজে ব্যাপক তৎপপরতা চালিয়ে যাচ্ছেন। পুলিশ শাসক নয়; জনগণের বন্ধু, নিজের কর্মতৎপরতায় সাধারণ মানুষের সেবা প্রদানকারী সংস্থা হিসেবে গোটা পুলিশ বাহিনীর কাজের সাথে ভামমূর্তি উজ্জল করেছেন নিজেরও।

পুলিশের দ্বায়িত্ব পালনের পাশাপাশি ওসি আফজাল নিজ উদ্যোগে সামাজিক দ্বায়িত্ব পালনের মাধ্যমে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, ব্যবসায়ি ও সাধারণ জনগনের কাছে আস্থার মুর্ত প্রতীক হিসেবে নিজেকে পরিচিত করেছেন। আতংকের নাম হিসেবে প্রতিষ্ঠা করেছেন মাদক ব্যবসায়ি, সমাজ বিরোধী ও মামলাবাজদের কাছে।

রবিবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বাশাইল এলাকায় যান ওসি আফজাল হোসেন। ওসি আসার খবরে সমাপনী পরীক্ষার্থীদের সাথে যাওয়া বিভিন্ন এলাকার অপেক্ষমান শত শত অভিভাবকেরা ছুটে আসেন তার সাথে কথা বলতে। বিশেষ করে সুবিধা বঞ্চিত নারী জনগোষ্ঠিরা হাতের কাছে পুলিশ কর্মকর্তাকে পেয়ে বর্ণনা করেন তাদের বিভিন্ন অভিযোগ-অনুযোগ। কোন ঘটনায় আইনী পরামর্শ ও কোন ঘটনায় স্থানীয়ভাবে মিমাংসার মাধ্যমে তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি।

এসময় মাদক সেবনকারী ও ব্যবসায়িসহ নারী নির্যাতনকারী, সমাজ বিরোধী কার্যক্রমে জড়িত লোকজন সম্পর্কে পুলিশকে অবহিত করে রাষ্ট্রের সু-নাগরিক হিসেবে সামাজিক দ্বায়িত্ব পালন করতে সকলকে আহ্বান জানান তিনি।

এ সময় ওসি আফজালের কাছে বিভিন্ন ব্যাক্তি সমাজ বিরোধী কাজের সাথে জড়িতদের পরিচয় ও তাদের অসামাজিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সমাজ বিরোধীদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন ওসি মো. আফজাল হোসেন।

(টিবি/এসপি/নভেম্বর ১৭, ২০১৯)