রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ২শ ২৫ জন পরিক্ষার্থী। এ উপজেলায় এবছর ২শ ২১ টি প্রতিষ্ঠান থেকে ৪ হাজার ২শ ৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বালক ২হাজার ১শ ৩৯ জন এবং বালিকা ২হাজার ১শ ২৩ জন।

রবিবার (১৭ নভেম্বর)উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে, সুষ্ঠ পরিবেশে শান্তিপুর্ণ ভাবে পরীক্ষা চলছে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবছর প্রতিটি কেন্দ্রের সচিব এর দায়িত্ব পালন করেন উপজেলার অন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জেলা শিক্ষা কমিটির এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রাজারহাট উপজেলার অনেক প্রধান ও সহকারি শিক্ষক।

তবে কেন্দ্র বিদ্যালয় থেকে ১জন সহায়ক শিক্ষক রাখার পরিবর্তে অন্য বিদ্যালয় থেকে সহায়ক শিক্ষক রাখা হলে আরও ভালো হতো বলে মনে করেন, রাজারহাট প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক গোলাম রব্বানী। পরীক্ষার প্রথম দিন ১৭নভেম্বর রবিবার সিংগারডাবড়ীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৭টি প্রতিষ্ঠান হতে ৭শ ৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৭ জন।

সিংহীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২১টি প্রতিষ্ঠান হতে ৬শ ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩১ জন। রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৬টি প্রতিষ্ঠান হতে ৬শ ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৬ জন। চাকিরপশার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫টি প্রতিষ্ঠান হতে ৬শ ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৩ জন। রতিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮টি প্রতিষ্ঠান হতে ৪শ ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৯ জন।

ফরকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৮টি প্রতিষ্ঠান হতে ৬শ ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২৩ জন এবং নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮টি প্রতিষ্ঠান হতে ৪শ ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২৬ জন বলে রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান জানিয়েছেন।

(পিএম/এসপি/নভেম্বর ১৭, ২০১৯)