স্টাফ রিপোর্টার : গাড়ি ভাঙচুরের দায়ে কলাবাগান থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ ৪ মাস বাড়িয়েছে হাইকোর্ট।

চসোমবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট সগীর কহাসেন লিওন জামিনের মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।

গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে ২০১২ সালের ৯ ডিসেম্বর কলাবাগান থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় গত বছরের তিন ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ জামিন মঞ্জুর করেন। পরে কয়েক দফায় তার জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়।

২০১২ সালের ৮ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলেনে মির্জা ফখরুল বলেছিলেন, ‘অবরোধে কেউ বাড়ি থেকে গাড়ি বের করবেন না।’ তার এই বক্তব্যকে হুমকি উল্লেখ করে দেশের বিভিন্ন থানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট ৩৯টি মামলা দায়ের করা হয়।

কলাবাগান থানায় দায়ের হওয়া মামলায় ২০১৩ সালের ৫ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়।


(ওএস/এটিআর/আগস্ট ০৪, ২০১৪)