মাগুরা প্রতিনিধি : সড়ক আইন ২০১৮ সংশোধনসহ দশ দফা দাবিতে পরিবহন শ্রমিকেরা রবিবার সকাল থেকে স্বেচ্ছায় কর্ম বিরতি শুরু করেছেন। আজ সোমবার দ্বিতীয় দিনেও মাগুরার বিভিন্ন রুটে যাত্রীবাহি বাস চলাচল করতে দেখা যায় নাই। তবে গ্রীনলাইন, সোহাগসহ কিছু দূর পাল্লার যাত্রীবাহি বাস ও মালবাহি ট্রাক চলাচল করতে দেখা গেছে। হাজার-হাজার যাত্রী সাধারন পড়েছেন ভোগান্তিতে।

মাগুরা শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারী মোঃ সেলিম রেজা জানান সরকার যে কালো আইন করে শ্রমিকদের করতে চায়, সে আইন রুখতেই এই ধর্মঘট।

মাগুরা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইমদাদ হোসেন জানান, শ্রমিকদের বিরুদ্ধে বানচালের দাবিতে এই হরতাল করেছে শ্রমিকরা।

(ডিসি/এসপি/নভেম্বর ১৮, ২০১৯)