রাজন্য রুহানি, জামালপুর : পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। 

জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম।

বক্তারা অভিযোগ করেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে সরকার। তারা আরও বলেন, সরকারের প্রচ্ছন্ন ইশারায় অসাধু ব্যবসায়ীদের যোগসাজসে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার অস্থিতিশীল করে তুলেছে একটি সিন্ডিকেট। অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার আহ্বান জানান।

(আরআর/এসপি/নভেম্বর ১৮, ২০১৯)