ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘পেঁয়াজ বিমানে উঠে গেছে। কাজেই আর চিন্তা নাই। আগামীকাল, পরশুর মধ্যে পেঁয়াজ এসে পৌঁছাবে।’ গত ১৬ই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণার পর হতে ঈশ্বরদী ও আশেপাশের হাট-বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করল। অথচ পেঁয়াজ বিমান হতে নামলোই না। ঈশ্বরদী বাজারে কাঁচা তরকারি কেনার সময় জনৈক ক্রেতা ক্ষোভের সাথে এই মন্তব্য করলেন। গত কয়েকদিন ধরে পেঁয়াজের দিনে দিনে, সকাল-বিকেল বাড়তে বাড়তে ২৫০ টাকা কেজিতে উঠে। পেঁয়াজের অগ্নিমূল্যে দেশ জুড়ে ক্রেতাদের নাভিশ্বাস উঠে। বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান চালিয়েও লাভ হয়নি।

সোমবার হতে ঈশ্বরদীতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সোমবার খুচরা বাজারে প্রতি কেজি ১৮০-১৯০ টাকা দরে বিক্রি হয়।

মঙ্গলবার আরেকদফা দাম কমে খুচরা বাজারে দেশী পেঁয়াজ ১৫০-১৬০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে। হঠাৎ করেই দাম কমার কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। আড়তদার ও খুচরা দোকানীরা বাজারে দেশী নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে বললেও বাজারের কোথায়ও নতুন পেঁয়াজ দেখা যায়নি। আবার ভারতীয় বা আমদানীকৃত পেঁয়াজও ঈশ্বরদীতে চোখে পড়েনি।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্গো বিমানে পেঁয়াজ আসছে এই খবরে মজুদদাররা তাদের মজুদ দ্রুত বিক্রির জন্য বাজারজাত করছে। যেকারণে দাম কমছে।

(এসকেকে/এসপি/নভেম্বর ১৯, ২০১৯)