পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে এফবি সোনা নামের একটি ট্রলার ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা ১০ জেলে রক্ষা পেলেও ট্রলারের মাঝি নিখোঁজ রয়েছে। এ ঘটনাটি গত রবিবার সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন লালদিয়ার চর এলাকায় ঘটে। প্রাণে রক্ষা পেয়ে ফিরে আসা জেলেরা এ তথ্য জানিয়েছেন। তারা আরও দুইটি ট্রলার ডুবে যেতে দেখেছে বলে জানিয়েছেন।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সাগরে মাছ ধরতে যাওয়ার সময় উত্তাল ঢেউয়ের কারণে সুন্দরবন সংলগ্ন লালদিয়ার চর এলাকায় নোঙর করে রাখে এফবি সোনা নামের ওই ট্রলারটি। হঠাৎ ঝড়ে নোঙরকৃত ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের মাঝি আবু আকন ট্রলারের মধ্যে থাকায় সাতরিয়ে উঠতে পারেনি। বাকি ১০ জন জেলে সাঁতরিয়ে কুলে আসতে সক্ষম হয়েছে। তারা হলেন, শাহ আলম আকন, হোসেন মিয়া, নুরুজ্জামান, হানু মিয়া, শাহিন, হারুন, রিপন, স্বপন, খবির উদ্দিন ও রহিম মাঝি। ফিরে আসা জেলো জানিয়েছেন, তাদের নোঙরকৃত ট্রলারটির পাশেই আরও দুইটি ট্রলার ডুবে যেতে দেখেছে, তবে ট্রলারগুলোর নাম তারা জানাতে পারেনি। এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারের মাঝি আবু আকনের সন্ধান পাওয়া যায়নি।
(এমএসআই/এএস/আগস্ট ০৪, ২০১৪)