ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাই পৌর এলাকার ঢুলিভীটায় দুই বেকারীকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্তরা হালদার পরিচালিত ভ্রাম্যমান আদালত ৬০ হাজার টাকা জড়িমানা করেছে।


মঙ্গলবার বেলা তিনটার দিকে অভিযান চালিয়ে পৌর এলাকার ঢুলিভীটায় তিতাস বেকারীকে ৫০ হাজার টাকা ও বন্ধু বেকারীকে ১০ জাজার টাকা করে জড়িনা করা হয়।

ধামরাইয়ে ডুলিভীটায় এই বেকারী গুলোতে নোংরা আর্বজনা ময়পরিবেশ ও পচা ডিম ব্যবহার ও দীর্ঘ দিনের পোড়া তেল নি¤œমানের ময়দা ব্যবহার করে বিস্কুট তৈরী করছে।

প্রতিদিন এই বেকারী থেকে উৎপাদিত খাদ্য উপজেলার বিভিন্ন স্থানে ব্যবসায়ীদরে সরবরাহ করছে। প্রতিদিন এই সব বেকারীর তৈরী রুটি বিস্কুট কেক স্কুল কলেজের শিক্ষার্থীরাও খাচ্ছে। এই সব খাবার খেয়ে পেটের পীড়া ও নানা রোগে আক্রান্ত হচ্ছে।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার(ভুমি)নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্তরা হালদার পরিচালিত ভ্রাম্যমান আদালত মঙ্গলবার বেলা তিনটার দিকে এ অভিযান পরিচালনা করেন জড়িমানা করে তিন জনকে আটক করেন।

জড়িমানা আদায় ষেশে আটককৃতদের ছেড়ে দেওয়া হয় বলে জানান ধামরাই উপজেলার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্তরা হালদার ।

তিনি বলেন, সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ ও ভাল খাবার তৈরী না করলে এঅভিযান অব্যাহত থাকবে বলেন।

(ডিসিপি/এসপি/নভেম্বর ১৯, ২০১৯)