নওগাঁ প্রতিনিধি : নওগাঁ বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। তবে বাড়ছে রসুন ও চালের দাম।  গত এক সপ্তাহে উত্তরাঞ্চলের চালের বড় মোকাম নওগাঁর বাজারগুলোতে চালের দাম প্রতি কেজিতে বেড়েছে ৩ থেকে ৬ টাকা। 

মঙ্গলবার নওগাঁ বাজার ঘুরে দেখা গেছে, জিরাশাইল চাল দাম বেড়ে বিক্রি হচ্ছে, ৪০ টাকা কেজিতে। সপ্তাহখানেক আগে বিক্রি হয়েছে, ৩৫ টাকা কেজিতে। এছাড়া স্বর্ণা-৫ কেজিতে ৪টাকা বেড়ে বিক্রি হচ্ছে, ৩২ টাকা, ২৮-কেজিতে ৫ টাকা বেড়ে ৩৭ টাকা, ২৯-কেজিতে ৩ টাকা বেড়ে ৩২ টাকা, পাইজাম কেজিতে ৫ টাকা বেড়ে ৫০টাকা এবং নাজিরশাইল কেজিতে ৬ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে, ৫৬ টাকা কেজিতে।

নওগাঁর খুচরা চাল ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বাড়ার পেছনে মিল মালিকরা দায়ী। তারা বলছেন, মিল মালিকরা চালের দাম বাড়ানোর কারনে তারা বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

বাজার ঘুরে জানা যায়, মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই চালের দাম বেড়েছে। খুচরা বাজারের পাশাপাশি পাইকারী বাজারেও চালের দাম বেড়েছে।

এ ব্যাপারে নওগাঁ জেলা ধান-চাল মালিক গ্রুপের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদার জানান, কৃষকের স্বার্থে সরকার ধান-চালে সরকারী মূল্য নির্ধারন করেছেন। কিছু ধান রফতানীরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার কারনে বাজারে ধানের দাম কিছুটা বেড়েছে। যদিও সরকার নির্ধারিত মূল্যে এখনো পৌঁছেনি। বর্তমানে বাজারে মন প্রতি মোটা স্বর্ণা ধান ১৫০ টাকা বেড়ে ৭৫০ টাকায় এবং জিরাশাইল মন প্রতি ১শ’ টাকা বেড়ে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। স্বাভাবিক কারনেই চালের দাম কিছুটা হলেও বেড়েছে।

এদিকে এদিন নওগাঁ বাজারে পেঁয়াজ পাইকারী বাজারে কেজিতে ৭০ টাকা কমে ১৪০ টাকায় বিক্রি হে দেখা গেছে। খুচরা বাজারেও পেঁয়াজ কেজিতে ৭০ টাকা কমে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ৪০ টাকার রসুন দাম বেড়ে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

(বিএম/এসপি/নভেম্বর ১৯, ২০১৯)