নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে দলিত ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত কল্পে দেশের ৯ জন সংসদ সদস্যকে নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার জোয়ানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দলিত এবং সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি। এ গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাধারণ মাসুষের তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আর তাদের সমস্য সমাধানে অতিথিরা বিভিন্ন সমাধান ও সমাধান কল্পে সঠিক পরামর্শ প্রদান করেন।

নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ ছলিম উদ্দীন তরফদার, দলিত এবং সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন এমপি, গেন্ডারিয়া ঝর্ণা সরকার এমপি, সর্বদলীয় সংসদীয় গ্রুপের সেক্রেটারী জেনারেল শিশির শীল, নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নানসহ জেলার বিভিন্ন উপজেলার থেকে আসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষরা উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/নভেম্বর ১৯, ২০১৯)