ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : পেঁয়াজের বাজার দরের উর্দ্ধগতির রেশ কাটতে না কাটতেই  লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিভিন্ন হাট বাজারে।এ গুজবের সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মূল্যে লবণ বিক্রি করে আর্থিক ফায়দা লুটে নেয়। 

মঙ্গলবার সকালে হঠাৎ করে মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ লবণ কিনতে বিভিন্ন দোকানপাটে হুমড়ি খেয়ে পড়ে। এরপর উপজেলা নির্বাহী অফিসার উমে রুমানা তুয়া বিকেলে সারা উপজেলায় লবণের বাজার মূল্য স্থিতিশীল রয়েছে বলে মাইকে প্রচার চালান। সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় উপজেলার জাটিয়া বাজারে অধিক মূল্যে লবণ বিক্রি করার অভিযোগে ব্যবসায়ী হযরত আলীকে ৪০ হাজার টাকা এবং এনামুল হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে তিনি উপজেলা সদর বাজারে পেঁয়াজ মহল পরিদর্শন করেন এবং প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা দরে বিক্রি করার নির্দেশ প্রদান করেন। এসময় ব্যবসায়ীরা ধার্য্যকৃত মূল্যে পেঁয়াজ বিক্রি করার সম্মতি জ্ঞাপন করেন।

(এন/এসপি/নভেম্বর ১৮, ২০১৯)