গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল মঙ্গলবার অবৈধ ভাবে মজুত রাখা ও অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে ১৩ ব্যবসায়ীকে ৮১ হাজার টাকা জরিমানা এবং ২ জনকে কারাদন্ড প্রদান  করেছে ভ্রাম্যমান আদালত।

গোবিন্দগঞ্জ উজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন জানান, উপজেলার বিভিন্ন বাজারে এক শ্রেণীর ব্যবসায়ী গুজব সৃষ্টি করে বেশী দামে লবণ বিক্রি করছে মর্মে অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে এর সত্যতা জানতে পারেন।

পরে তিনি অভিযান চালিয়ে উপজেলার গোলাপবাগ, ফাঁসিতলা, বালুয়া, বাগদা, কামদিয়া সহ বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩ ব্যবসায়ীর কাছ থেকে ৮১ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ব্যবসায়ী নাইম মন্ডলের ১৫ দিন ও বাদশা মিয়ার ৭দিনের কারাদন্ড প্রদান করেন।

এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন ও সহকারী কমিশনার (ভ’মি) নাজির হোসেন উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছেন।

(এসআরডি/এসপি/নভেম্বর ১৮, ২০১৯)