নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জেসমিন খাতুন (২৭) নামে এক রোগী আত্মহত্যা করেছেন। চিকিৎসা অবহেলা সইতে না পেরে মঙ্গলবার গভীর রাতে হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়েন তিনি।

নিহত জেসমিন খাতুন রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে আসাদুল ইসলামের স্ত্রী। জন্ডিসে আক্রান্ত জেসমিনকে গত ১৩ নভেম্বর রামেক হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

স্বজনদের দাবি- হাসপাতালের চিকিৎসা অবহেলায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন জেসমিন। আর এ কারণেই তিনি আত্মহত্যা করেছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি- নিহত জেসমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, রাতেই মরদেহ উদ্ধার করে মর্গে নেয়া হয়। ময়নাতদন্ত শেষে পরে মরদেহ নিয়ে যান স্বজনরা। এনিয়ে নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, নিহত জেসমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণেই তিনি গভীর রাতে হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়েছেন। চিকিৎসায় অবহেলার অভিযোগ সঠিক নয়।

(ওএস/এসপি/নভেম্বর ২০, ২০১৯)