স্টাফ রিপোর্টার, দিনাজপুর : চলতি আমন মৌসুমে দিনাজপুরে সরাসরি কৃষকের কাছে ধান সংগ্রহ অভিযান শুরু করেছে সরকার।

আজ বুধবার দুপুরে বিরল উপজেলার সরকারি খাদ্যগুদামে সরকারিভাবে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। অনুষ্ঠানে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো.আশ্রাফুজ্জামান, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো, তৌহিদুল ইকবাল, বিরল উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র সবুজ সিদ্দিকি সাগর,উপজেলা খাদ্য কর্মবর্তা জিনাত রহমানসহ অন্যরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো.আশ্রাফুজ্জামান জানান, জেলায় এবার ২৮ হাজার ৭ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। কৃষককে প্রতিকেজি ধানের মূল্য দেয়া হবে ২৬ টাকা। এ অভিযান চলবে, প্রায় ৩ মাস। ২৮ ফেব্রুয়ারী’২০২০ পর্যন্ত।

(এস/এসপি/নভেম্বর ২০, ২০১৯)