সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : ৪৮০ টাকা বস্তার লবন ৬শ টাকায় বিক্রি করার অভিযোগটির সঠিক তথ্য দিয়ে প্রমান করতে পারায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে লবন ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। পরে ওই জরিমানার ২৫% টাকা অভিযোগকারীর হাতে প্রশাসনের পক্ষ থেকে তোলে দেয়া হয়।

মঙ্গলবার রাতে হৃদয় মিয়া নামের এক ব্যক্তি কেন্দুয়া বাজারের ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের কাছ থেকে ৪৮০ টাকার বস্তার লবন ৬শ টাকা দিয়ে নিজেই ক্রয় করেন। পরে ওই লবন এবং ক্রয়ের রশিদ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম ওই ব্যবসায়ীকে ডেকে পাঠান। ব্যবসায়ী আব্দুর রাজ্জাক তার কার্যালয়ে এসে ৪৮০ টাকার লবন ৬শ টাকায় বিক্রির কথা স্বীকার করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করে সঙ্গে সঙ্গে তা আদায় করেন। পরে কেন্দুয়া থানা পুলিশের এস.আই সামেদুল হক ও বাজার কমিটির সভাপতি মোঃ এনামুল হক ভূঞা অভিযোগকারী হৃদয় মিয়ার হাতে ২ হাজার ৫শ টাকা তুলে দেন।

এদিকে ওই দিনই নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেন্দুয়া বাজারের দুই ব্যবসায়ী সহ রামপুর ও বেখৈরহাটি বাজারের ৮ লবন ব্যবসায়ীর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৮টি মামলা করেন এবং একই সঙ্গে তাদের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

(এসবি/এসপি/নভেম্বর ২০, ২০১৯)