আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় বরিশাল সড়ক ও জনপথ বিভাগের ৩০ কোটি টাকার নির্মানাধীন সড়কের পাশের ঢালে থেকে ঠিকাদারের শ্রমিকরো মাটি কেটে ওই সড়কের পাশে দেয়ায় নির্মিত সড়কের স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছে সড়ক ব্যবহারকারী সাধারণ জনগণ।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা সদর থেকে বাশাইল হয়ে ঘোষেরহাট পর্যন্ত বরিশাল অংশে ৩০কোটি টাকা ব্যায়ে দু’টি কালভার্টসহ ১৮ফুট প্রশস্তের প্রায় ১৩ কি. মি. সড়ক নির্মানের কাজ বাস্তবায়ন করছে বরিশালের ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম এন্টারপ্রাইজ এর মালিক মাহফুজ খান।

সড়ক নির্মাণ কাজের শুরু থেকেই সড়কের পাশের ঢালের মাটি কেটে সড়কের দু’পাশে দিয়ে আসছিল ঠিকাদারের নিযুক্ত শ্রমিকেরা। সম্প্রতি বয়ে যাওয়া ঘুর্নিঝড় বুলবুলের সাথে কয়েক দিনের বৃষ্টিতে সড়কের পাশে কোন রকম দেয়া মাটি বিধ্বস্ত হয়ে যায়। কোন কোন জায়গায় সড়কও ব্যাপক বিধ্বস্ত হয়েছে।

বিধ্বস্ত স্থানসহ নতুন করে কয়েকদিন ধরে নির্মানাধীন ওই সড়কের বিভিন্ন স্থানে পুনরায় সড়কের পাশের ঢাল থেকে মাটি কেটে ওই সড়কের পাশে কোন রকম দিচ্ছে এজিন ঠিক রাখছেন ঠিকাদারের শ্রমিকেরা। ফলে বৃষ্টির সময় ওই সড়ক বিধ্বস্ত হবার চরম আশংকা থেকেই যাচ্ছে।

কাজের তদারকির দায়িত্বে থাকা বরিশাল সওজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ছায়েদুর রহমান সাংবাদিকদের বলেন, এ ঘটনা আমার তার জানা নেই। তবে জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

(টিবি/এসপি/নভেম্বর ২০, ২০১৯)