রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা খাদ্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সদর উপজেলার বিশ্বাস বেতকা খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেনের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রাণালয় গবেষণা পরিচালক(ঢাকা) ফিরোজ আল মাহমুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল সদর উপজেলার কৃষকদের কাছ থেকে ৩৫০ মেট্রিকটন আমন ধান সরকারিভাবে সংগ্রহ করা হবে।

(আরকেপি/এসপি/নভেম্বর ২০, ২০১৯)