নিউজ ডেস্ক : ভৈরবে ময়মনসিংহ-চট্টগ্রামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ (২১ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে ট্রেনটি ভৈরবের জগনাথপুর এলাকায় পৌঁছলে দুই বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ভৈরব রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রেনের চাকা উদ্ধারে কাজ শুরু করেছেন।

প্রকৌশলী জিসান দত্ত জানান, ট্রেনের চাকা উদ্ধার করতে রিলিফ ট্রেনের প্রয়োজন হবে না। আশাকরি স্থানীয়ভাবেই এক থেকে দেড় ঘণ্টার মধ্য লাইনচ্যুত চাকা উদ্ধার করা সম্ভব হবে। এরপরই ট্রেন চলাচল শুরু হবে।

(ওএস/এসপি/নভেম্বর ২১, ২০১৯)