স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় ওয়াই জেড টাওয়ার এর দ্বিতীয় তলায় ফিতা কেটে দি প্রিমিয়ার ব্যাংক লিঃ এর ১১২তম শাখার উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহম্পতিবার সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাব দি প্রিমিয়ার ব্যাংক লিঃ এর ১১২তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী।

ব্যাংকের দিনাজপুর শাখার ব্যবস্থাপক রবিউল আলম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী তার বক্তব্যে বলেন, দিনাজপুর অনেক ঐতিহাসিক ঐতিহ্য বহন করে। দীর্ঘদিনের প্রত্যাশিত ব্যাংকিং সেবা দিনাজপুরে বাস্তবায়ন করতে একটু দেরি হলেও ব্যাংকিং সমস্ত সুবিধা নিয়ে অর্থ্যাৎ রিয়েল টাইম ব্যাংকিং সুবিধা বলতে যা বুঝায় তার সবকিছু নিয়েই আমরা হাজির হয়েছি আপনাদের শহরে।

এখানে রিটেইল ব্যাংকিং, কনজিউমার ব্যাংকিং, এসএমই লোন সহ প্রতিটি প্রোডাক্টের ক্ষেত্রে সহজলভ্য এবং সহজে প্রদান করে আসছি। আপনারাও দিনাজপুরবাসী ব্যবসায়িক প্রসারের লক্ষ্যে উদ্যোক্তা সৃষ্টি সহ যেকোন মুনাফা জাতীয় ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের সার্বক্ষণিক সহযোগিতা থাকবে। এছাড়াও ব্যাংক শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমের পরিকল্পনা সহ বিভিন্ন প্রজেক্টের ইতিমধ্যে আমাদের ব্যাংকের চেয়ারম্যান ড. ইকবাল ৩০০ একর জমি দান করে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। যেখানে বিভিন্ন উপকরণ সহ প্রতিটি জেলায় শিক্ষা কার্যক্রম এর পরিসর ঘটানোও আমাদের একটি লক্ষ্য। তাই আপনাদের সহযোগিতাই আমাদের একান্ত কাম্য।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি প্রিমিয়ার ব্যাংক লিঃ, রংপুর শাখার ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম, দিনাজপুর শাখার অপারেশন ম্যানেজার মোঃ আনিছুর রহমান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সুজা উর রউফ চৌধুরী, চাল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জবেদ আলী, ডাঃ মোস্তফা কামাল এবং রংপুর থেকে আগত ব্যবসায়ী সহ অন্যান্য আমন্ত্রিত বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।

তবে সকলের বক্তব্যের প্রধান বক্তব্যই ছিল তরুণ উদ্যোক্তা সৃষ্টি করা এবং সিঙ্গেল ডিজিট মুনাফায় লোন প্রদান করা সহ সামাজিক বিভিন্ন কার্যক্রমে ব্যাংকিং খাতের সহযোগিতাই প্রাধান্য বলে তারা মতামত প্রকাশ করেন।

(এস/এসপি/নভেম্বর ২১, ২০১৯)