আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় বৃহস্পতিবার রাতে পয়সারহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমান দাড়িয়েছে ৫০ লাখ ৫০হাজার টাকা।

প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পয়সারহাট পাইকারী মাছ বাজারের পূর্ব পাশে চৌরাস্তা মোড়ে ওই বাজারের জ্বালানী তেল ব্যবসায়ী আনোয়ার দাড়িয়া’র দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা গৌরনদী ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টার মধ্যেই ৭টি দোকান সম্পূর্ন অস্মিভূত হয়। একটি দোকান আংশিক ভস্মিভূত হয়েছে। গৌরনদী ও কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার সকালে ক্ষয়-ক্ষতির তালিকা নিরুপন করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। ওই অফিসের তালিকানুযায়ি ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- মামুন রাসেলের মালিকানাধীন ভাড়াটিয়া আনোয়ার সিকদারের ফার্মেসীতে ১২লাখ টাকা, সুমন মোল্লার এসকে স্যানিটারী দোকানে ৫লাখ টাকা, সুনীল বিশ্বাসের ফলের দোকান ১লাখ টাকা, মনোতোষ মধুর মালিকানাধীন অমর শীলের সেলুনের দোকানে ৫০হাজার টাকা, পরিমল ঘরামীর ঢাকা ডেন্টাল কেয়ারে ৩লাখ টাকা, আলমগীর দাড়িয়ার জ্বালানী তেল ও পার্টসের দোকানে ৩লাখ টাকা, স্থানীয় ইউপি সদস্য সোবহান মিয়ার মালিকানাধীন মনি শংকর ওঝার গৌরনদী মিষ্টান্ন ভান্ডারে ২লাখ টাকা, মিঠুন বেপারীর ফার্নিচারের দোকানে ৩লাখ টাকার মালামাল সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। নয়ন পান্ডের সেবা মেডিসিন হাউসের আশিংশ পুড়ে গিয়ে ২লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুনে ঘর পুড়ে মালিক সোবহান মিয়ার ২লাখ, রাসেল মিয়ার ৬ লাখ ও মনোতোশ মধুর ৫লাখ টাকার ক্ষয় ক্ষতিসহ মোট ৫০ লাখ ৫০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

ব্যবসায়িরা অভিযোগে বলেন, আগুন লাগার এক ঘন্টা পর গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। এতে ক্ষতির পরিমান বেড়ে গেছে। তারা সময়মতো আসলে ক্ষতির পরিমান অনেক কম হতো।

আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।

(টিবি/এসপি/নভেম্বর ২২, ২০১৯)