নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের শুভ উদ্বোধন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলার গয়হাটা অভিযোগ কেন্দ্রে টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যান্জোর রাম শংকর রায়ের সভাপতিত্বে অনষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। এতে আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতি নাগরপুর জোনাল অফিসের ডিজিএম মো. ইব্রাহীম খলিল, গয়হাটা ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান আসকর প্রমুখ।

(আরএস/এসপি/নভেম্বর ২৪, ২০১৯)