চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় ২০১৯-২০ অর্থ বছরের অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ সোমবার সকালে শুরু হয়েছে।

উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল গ্রামে একটি রাস্তা সংস্কারের মাধ্যমে কাজের উদ্বোধনের করা হয়।
উদ্বোধন করেন গুনাইগাছা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান। এসময় উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম, ইউপি সদস্য মোতালেব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১১টি ইউনিয়নে ৪৫টি প্রকল্পে প্রতিদিন ১ হাজার ৯৫৫জন নারী ও পুরুষ শ্রমিক কাজ করবে। চলতি অর্থবছরে চাটমোহরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে এক কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ৪৫টি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

(এস/এসপি/নভেম্বর ২৫, ২০১৯)