বরিশাল প্রতিনিধি : আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে তৃণমুল পর্যায় থেকে দলকে শক্তিশালী ও গতিশীল করতে সোমবার বিকেলে বাগধা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এআর ফারুক বক্তিয়ার।

বাগধা ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে আগৈলঝাড়া উপজেলা পাঁচটি ইউনিয়নে সম্মেলন সমাপ্ত হয়েছে। এর আগে পাঁচ ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে তৃণমুলের ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ।

প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।

বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী মিয়ার সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রুস্তুম সেরনিয়াবাত, উপজেলা সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, সাবেক যুগ্ম সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ঢাকা মহানগর (দঃ) যুবলীগ যুগ্ম সম্পাদক মুরাদ হোসেন।

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/নভেম্বর ২৫, ২০১৯)