রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অসহায় দরিদ্র ২০ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলি আক্তার, সহকারী কর্মকর্তা শহিদ হোসেন ভূইয়া, চেয়ারম্যান শহিদ উল্যা বিএসসি ও এডভোকেট ইউসুফ জালাল কিসমত প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে জাইকার উদ্যোগে ওই ২০ নারীকে সেলাই কাজের ওপর মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। পরে নারীর মধ্যে সেলাই মেশিন তুলে দেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, সারাদেশে সার্বিক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। পরিবারে সব কাজ সামলে নারীরা দৈনিক কিছু সময় এই সেলাই মেশিন দিয়ে কাজ করলে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

(এস/এসপি/নভেম্বর ২৬, ২০১৯)