অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটা পৌরশহর সংলগ্ন নতুন বাজার খাল থেকে ৪শ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।

ঘটনায় জড়িত সন্দেহে আলমগীর মৃধা (৫৫) নামের এক জেলে ও এফবি দিদারুল আলম নামের একটি মাছধরা ট্রলার জব্দ করেছে পাথরঘাটা কোস্টগার্ড।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এগুলো জব্দ করা হয়।

আটক জেলে বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের ড্যামা এলাকার সুন্দর আলী মৃধার ছেলে মো. আলমগীর হোসেন মৃধা।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেঃ বিশ্বজিৎ বড়ুয়া জানান, আমাদের নিয়মিত টহলের সময় ওই ট্রলারটি দেখে সন্দেহ হলে ওই ট্রলারের মাঝিকে থামাতে বলা হয়। ট্রলারটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেস্টা করা হলে পাথরঘাটা বিএফডিসি ঘাটে গিয়ে জব্দ করা হয়। এসময় ট্রলারে থাকা এক জনকে আটক করা হলেও অন্য সবাই খালে লাফিয়ে পালিয়ে যায়।

(এটি/এসপি/নভেম্বর ২৭, ২০১৯)