গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : চিকিৎসক কতৃক চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শহীদুল্লাহ কায়সারসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (২৭ নভেম্বর) উপজেলা শহীদ হারুণ উদ্যানের সামনে বঙ্গবন্ধু সড়কে এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির লোকজন অংশগ্রহণ করে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ রহিমুদ্দিন, ইকবাল হাসান খান, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়ার মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় জড়িত চিকিৎসক শহীদুল্লাহ কায়সারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

(এস/এসপি/নভেম্বর ২৭, ২০১৯)