মাগুরা প্রতিনিধি : মাগুরায় ইয়াবা বিক্রির সময় হাতে নাতে পুলিশ সদস্যসহ ২ জনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আটক করেছে।

মাগুরা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান এর নেতৃত্বে তাদের একটি টিম মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের একতা কাঁচাবাজার এলাকায় ৫০ পিচ ইয়াবা বিক্রির সময় পুলিশ সদস্য আবুল বাসার (২৮) ও তার সহযোগী রাজিব হোসেন (২১) কে আটক করেছে। পুলিশ সদস্য বাসার (কন্সটেবল নং-৮৩৫) মাগুরা সদরের হাজিপুর পুলিশ ক্যাম্পে কর্মরত। সে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বড়রিয়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র। তার সহযোগী রাজিব হাজিপুর গ্রামের মোমিন শেখের পুত্র। তারা দীর্ঘদিন ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদ্রক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় পঁচিশ হাজার টাকা।

মাগুরা পুলিশ সুপার খান মুহম্মাদ রেজোয়ান জানান, ইয়াবাসহ ধৃত পুলিশ সদস্য বাসারের বিরুদ্ধে ইতিমধ্যে অর্থনৈতিক ও শৃংখলা ভংঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা চলছে। যারা পুলিশ বাহিনীর সুনাম নষ্ট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসডি/এসপি/নভেম্বর ২৭, ২০১৯)