স্পোর্টস ডেস্ক : ব্যাটে ঝড় তুলে টানা দুই ম্যাচে পাকিস্তানকে জয় এনে দিয়েছেন শহীদ আফ্রিদি। তবে ফাইনালের আগে তাকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা করার কথা স্বীকার করলেন না শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা।

বৃহস্পতিবার বাংলাদেশকে ৩ উইকেটে হারানোর পর শ্রীলঙ্কা দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে থিসারা বলেন, “আফ্রিদির জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমরা নিজেদের খেলা নিয়ে ভাবছি। আমাদের ব্যাটিং ভালো। বোলিং ইউনিটও ভালো।”

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে দুপুর দুইটায়।

গতবার টুর্নামেন্টে তিন ম্যাচেই হেরেছিল চারবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এবার চার ম্যাচ জিতে প্রতিযোগিতায় একমাত্র অপরাজিত দল তারা।

অধিনায়কের প্রশংসা করে থিসারা বলেন, “অ্যাঞ্জেলো ভালো ফিনিশার। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। দল চাপে পড়লে সব সময়ই ভালো ব্যাটিং করেন।”

চোট কাটিয়ে ফিরলেও এখনো ছন্দ খুঁজে পাননি মাহেলা জয়াবর্ধনে। থিসারা আশাবাদী, ফাইনালেই স্বরূপে ফিরবেন তিনি।

“মাহেলা একজন কিংবদন্তি। তিনি এবং সাঙ্গাকারা আমাদের মূল ব্যাটসম্যান। আশা করি, পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচেই তারা ঘুরে দাঁড়াবেন।”

(ওএস/এইচআর/মার্চ ০৭, ২০১৪)