চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বুধবার দুপুরে সারাদেশব্যাপী নারী ও শিশুর উপর যৌন নির্যাতনের প্রতিবাদে যৌন নির্যাতনবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

স্থানীয় বাসস্ট্যান্ডে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বেসরকারি সংস্থা এলডিও এই মানববন্ধনের আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু, প্রোগ্রাম অফিসার আশরাফুল ইসলাম, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, শামীম হাসান মিলন প্রমূখ। মানববন্ধনে জনপ্রতিনিধি, নারী, শিশু, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা সারাদেশে নারী ও শিশু ধর্ষন,যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

(এস/এসপি/নভেম্বর ২৭, ২০১৯)