টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক কর্মসূচীর আওতায় তিন দিন ব্যাপি শিশু মেলার উদ্বোধন হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে ও প্রশাসনের সহযোগিতায় বুধবার সকালে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। জেলা শিশু একাডেমী প্রাঙ্গন থেকে একটি বণার্ঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলাস্থলে এসে শেষ হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। মেলায় শিশু কিশোরদের বই ও বুটিক শিল্প নিয়ে ১০টি স্টল রয়েছে।

(আরকেপি/এসপি/নভেম্বর ২৭, ২০১৯)