ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের বেকী গাড়াইল গ্রামে মঙ্গলবার রাতে এক হিন্দু বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই বাড়িতে হানা দিয়ে নগদ ৬০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালপত্র লুটে নিয়ে গেছে। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রেও আঘাতে বৃদ্ধসহ পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ঢাকার স্কয়ার ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি এএলাকায়  ডাকাতির ঘটনা বেড়েছে।

ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ধামরাইয়ের বেকী গাড়াইল গ্রামের মুকুল চন্দ্র সরকারের ঘরে প্রবেশ করে।

এসময় তার স্ত্রী লিপি রাণী সরকার, ছেলে ইন্দ্র নীল সরকার ও মা গীতা রাণী সরকারকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে নগদ ৬০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালপত্র লুটে নেয়।

একপর্যায় তারা চিৎকার দিলে পাশের বাড়ির সুজিদ চন্দ্র সরকার ও নরেন্দ্র চন্দ্র সরকার এগিয়ে গেলে ডাকাতরা তাদের কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে গতকাল বুধবার দুপুরে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ডাকাতির ঘটনায় গৃহকর্তা মুকুল চন্দ্র সরকার বাদী হয়ে একটি মামলা রেছেন বলে জানান।

(ডিসিপি/এসপি/নভেম্বর ২৮, ২০১৯)