বিনোদন প্রতিবেদক : বছরের শেষদিকে একাধিক সিনেমার খবরে মুখর হয়ে উঠেছে শহরতলী। সম্প্রতি রফিক সিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’ ছবির মহরত অনুষ্ঠিত হয় এফডিসি প্রাঙ্গণে। কিন্তু অনুষ্ঠানে এসে জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান একটি নয়, বরং মোট ৪টি সিনেমার মহরতের ঘোষণা দেবেন। চলচ্চিত্রের এই খরার দিনে একসঙ্গে ৪টি চলচ্চিত্রের সুখবর অবশ্যই শিল্পীদের জন্য দারুণ আনন্দের। এর ভেতরে রফিক সিকদারের দুটি চলচ্চিত্র, সাইফ চন্দনের একটি এবং মোস্তাফিজুর রহমানের একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেওয়া হলো।

এ প্রসঙ্গে নির্মাতা রফিক সিকদার বলেন, ‘আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ হবে তখনই যখন আমরা চলচ্চিত্রে লগ্নিকারদের হাতে লাভের অর্থ তুলে দিতে পারবো। সে কারণেই গল্প নির্ভর ছবির প্রয়োজন এখন বেশি করে। অযথা বাজেট বাড়ানোর পক্ষে আমি নই।’ এদিকে প্রথমবারের মতো মাসুম রেজার গল্পে ছবি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা সাইফ চন্দন।

এ প্রসঙ্গে সাইফ চন্দন বলেন, ‘আমাদের চলচ্চিত্রের কিছু কমন অভিযোগ শুনতে পাই সবসময়, তা হলো মৌলিক গল্পের কাজ নাকি করা হয় না। সেই অভিযোগগুলো মাথায় রেখেই এদেশের মৌলিক চিত্রনাট্যের পুরোধা ব্যক্তিত্ব মাসুম রেজার স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি এবার।’

এদিকে আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা জয় সরকারের ছবি ‘ইন্দুবালা’ .ইন্দুবালার নায়ক হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন আর ইন্দুবালা চরিত্রে অভিনয় করেছেন নবাগত পায়েল। ছবিতে আরও একজন নায়ক আছেন, তিনি হলেন আশিক চৌধুরী। ছবিটি গেল মে মাসে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

ইন্দুবালার গল্প লিখেছেন অভিনেতা মাসুম আজিজ। চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। প্রযোজনা করছে নাজ মাল্টিমিডিয়া। ছবিটিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনিন ও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনুর।

অন্যদিকে বছরের মাঝামাঝি সময়েই ঘোষণা আসে যে, স্টার সিনেপ্লেক্স ছবি প্রদর্শনীর পাশাপাশি তাদের নিজেদের প্রযোজনায় ছবি নির্মাণও শুরু করবে নিয়মিত। সেই কথা অনুযায়ী এবার বছরের শেষদিকে তাদের ছবিটি রিলিজ হচ্ছে আগামীকাল ২৯ নভেম্বর। ‘ন ডরাই’ নামের এই ছবিটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ইতিমধ্যে বুধবার রাতে ঢাকায় ছবিটির প্রেসমিট অনুষ্ঠিত হয় । এছাড়া ছবিটি রিলিজের আগেই এর গানগুলো দর্শক-শ্রোতাদের মাঝে প্রশংসা কুড়িয়েছে।


(এম/এসপি/নভেম্বর ২৮, ২০১৯)