আন্তর্জাতিক ডেস্ক : কানাডার লেক অন্টারিওর উত্তর উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে পাঁচজন যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছে। বাকি দুজন কানাডার নাগরিক।

কানাডার ট্রান্সপোর্ট সেফটি এজেন্সির সূত্র দিয়ে এ খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

সিঙ্গেল ইঞ্জিনের পিপার পিএ-৩২ বিমানটি টরেন্টোর বাটনভিল বিমান বন্দর থেকে কুইবেক সিটি যাচ্ছিল।স্থানীয় সময় বুধবার বিকেল ৫টার পরে কিংস্টন বিমান বন্দরের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়।

ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (টিএসবি) তদন্তকারী কেন ওয়েবস্টার সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ওই বিমানে বিমানটির পাইলটের বান্ধবী এবং ৩ ,১১ ও ১৫ বছরের তিন শিশুও ছিল।

(ওএস/এসপি/নভেম্বর ২৯, ২০১৯)