চাটমোহর (পাবনা) প্রতিনিধি : সারাদেশের মধ্যে বহুল আলোচিত পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়া খাসজমি নিয়ে ভূমিহীন আন্দোলনের অগ্রনায়ক, সবার প্রিয় মানুষ, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা কে এম আতাউর রহমান রানা মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার। 

দীর্ঘ ২২ বছর আন্দোলন সংগ্রামের পর বিলকুড়ালিয়ার খাসজমি ভূমিহীনদের মাঝে স্থায়ী বন্দোবস্ত দেয় সরকার। ২০১৭ সালের ৩০ নভেম্বর চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে ভূমিহীনদের মাঝে সেই খাসজমির কবুলিয়াতি দলিল হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো: আব্দুল হান্নান ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর করেন।

সেখানে শেষবারের মতো ভূমিহীনদের পক্ষে বিজয়ের শ্লোগান দেন সবার প্রিয় মুখ রানা মাষ্টার। এরপর বাড়ি ফিরে রাত দশটার দিকে অসুস্থ্য বোধ করেন। সেই রাতেই তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে বাড়ির অদূরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন আতাউর রহমান রানা।

বিলকুড়ালিয়ার খাসজমি আন্দোলনের পুরোধা মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২ ডিসেম্বর সোমবার ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র আয়োজনে শোকর‌্যালী ও স্মরণসভা চাটমোহর উপজেলা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে। রানা মাস্টারের ছেলে এলডিও’র নির্বাহী পরিচালক এক পত্রে জানিয়েছেন।

(এস/এসপি/নভেম্বর ৩০, ২০১৯)