স্টাফ রিপোর্টার : মন্ত্রিপরিষদে অনুমোদিত গণমাধ্যম সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে মাসব্যাপী সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সম্প্রচার নীতিমালা কমিটির সদস্যদের উদ্দেশ করে শওকত মাহমুদ বলেন, এখনও সময় আছে এই নীতিমালা করার জন্য তওবা করুন। কমিটি থেকে পদত্যাগ করুন, অন্যথায় সাংবাদিকদের আন্দোলনের মুখে আপনাদের অস্তিত্ব থাকবে না।

তিনি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গণমাধ্যমের শুক্র হিসাবে ঘোষণা করেন। তিনি বলেন, সম্প্রচার নীতিমালা বাতিল না হওয়া পর্যন্ত সাংবাদিকরা আপনার সাথে স্বাক্ষাৎ করবে না। আপনাকে জাতীয় প্রেসক্লাবের ঢুকতে দেয়া হবে না। এই জন্য তিনি জাতীয় প্রেসক্লাব কর্তৃকপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

গণমাধ্যম সম্প্রচার নীতিমালাকে মানবাধিকার পরিপন্থী আইন উল্লেখ করে এ সাংবাদিক নেতা বলেন- গণমাধ্যমের কণ্ঠরোধ, গণতন্ত্র, মানবাধিকার ও দেশে অঘোষিত বাকশাল প্রতিষ্ঠিত করতেই সরকার এই আইন প্রনয়ণের ষড়যন্ত্র করছে।

সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কর্মসূচিগুলো হলো:

টেলিভিশনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়, মাসব্যাপী সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সময় বিক্ষোভ সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পুরানা পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল থেকে সম্প্রচার নীতিমালার খসড়া আগুনে পুড়ানো হয়।

বিএফইউজের সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বিএফইউজে সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, সিনিয়র সহ-সভাপতি এম আব্দুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ডিইউজের সাবেক সভাপতি আব্দুল শহিদ, ডিইউজের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

(ওএস/এটিআর/আগস্ট ০৫, ২০১৪)