কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় ৭দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশু তাবাসসুম কাজলের। পরিবারের লোকজন তাবাসসুম কাজল (৬) সন্ধানে পদ্মার পাড়সহ বিভিন্ন এলাকায় খোঁজ খবর ও অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে স্বজন হারানো পরিবারগুলোর মাঝে এখনও বইছে শোকের বন্যা। তাদের আহাজারিতে গ্রামের মানুষও হয়ে রয়েছে বাকরুদ্ধ। তাবাসসুম কাজলের মা মালা আক্তার পলিকে দাফন করে এবং তাবাসসুম কাজলের সন্ধান না পাওয়ায় তার বাবা কাজল বাকরুদ্ধ হয়ে রয়েছে।
উল্লেখ্য ঈদ আনন্দ উপভোগ করতে ঈদের দিন বিকেলে দৌলতপুর উপজেলার বৈরাগীরচরের নীচে পদ্মা নদীর মাঝখানে প্রবল স্রোতে যাত্রীসহ একটি নৌকা ডুবে যায়। তাৎক্ষনিক জীবিত বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়। বেশ কিছু নারী, পুরুষ ও শিশু নিখোঁজ থাকে। নিখোঁজদের মধ্যে ১৩ জনের লাশ উদ্ধার হয়। এখনও নিখোঁজ রয়েছে তাবাসসুম কাজল নামে এক শিশু। যার মা নৌকাডুবিতে সলিল সমাধি হলে তার লাশ উদ্ধার করে দাফন করা হয়।
(কেকে/এএস/আগস্ট ০৫, ২০১৪)