আন্তর্জাতিক ডেস্ক : নেপালের সুনসারি জেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ অন্তত ছয় যাত্রী নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকালের দিকে সুনসারির হরিপুর এলাকার এই দুর্ঘটনা ঘটেছে।

দেশটির পুলিশ বলছে, উদয়পুর জেলার গাইঘাট এলাকার বিরাটনগর হাসপাতালে শিব মায়া নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। তার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে ফিরছিলেন স্বজনরা।

অ্যাম্বুলন্সেটি হরিপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ অ্যাম্বুলেন্সের ছয় যাত্রীর প্রাণহানি ঘটে।

উদয়পুরের পুলিশ সুপার বীর বাহাদুর বুধা বলেন, বীরগঞ্জ থেকে হরিপুরের পূর্ব-পশ্চিমাঞ্চলগামী মহাসড়কের বিরাটনগর এলাকার হরিপুরে পৌঁছালে অ্যাম্বুলেন্সটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে শিব মায়ার পরিবারের পাঁচ সদস্য ও অ্যাম্বুলেন্স চালক মারা যান। শিব মায়ার দুই ছেলেও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন। সরকারি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। পিটিআই।

(ওএস/এসপি/ডিসেম্বর ০১, ২০১৯)