স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মেডিকেল সনদ জাল-জালিয়াতি চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর থেকে ঢামেক হাসপাতালে অভিযান শুরু করেছে র‌্যাব-৩ এর একটি দল।

র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর জাহাঙ্গীর জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র জাল স্ট্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসককের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া ইনজুরি সার্টিফিকেট, মেডিকেল সনদ তৈরি ও টাকার বিনিময়ে বিতরণ করে আসছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান চলছে। এখন পর্যন্ত জাল ইনজুরি সার্টিফিকেট, স্টাম্পসহ একজনকে আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০২, ২০১৯)