শামীম হাসান মিলন, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়াসহ উপজেলার সকল খাসজমি উদ্ধার ও ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের দাবিতে সোমবার ভূমিহীন নারী-পুরুষের সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশ শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের মাধ্যমে পাবনা জেলা প্রশাসকের নিকট ভূমিহীনদের পক্ষ থেকে ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

চাটমোহরস্থ বেসরকারি ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র আয়োজনে সকালে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে ভূমিহীন নারী-পুরুষের সমাবেশ অনুষ্ঠিত হয়।

এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান, ভূমিহীন নেতা ইসরাইল আলম, এলডিওর প্রোগ্রাম অফিসার আশরাফুল আলম, ভূমিহীন নেতা বাহের আলী, হাসান আলী, মৎস্যজীবি নেতা ওম্বর আলী, আব্দুল লতিফ, ভূমিহীন নেত্রী ছানোয়ারা খাতুন প্রমুখ।

সমাবেশে বক্তারা বিলকুড়ালিয়া হতে চিকনাই নদী পর্যন্ত কাটাজোলা দ্রুত সংস্কারের মাধ্যমে বিলের পানি নিষ্কাশন, বন্দোবস্ত যোগ্য সকল খাসজমি উদ্ধার ও তা ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান, বিলকুড়ালিয়াসহ বিভিন্ন বিলের জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।

সমাবেশ শেষে ভূমিহীনরা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের মাধ্যমে ৪ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পাবনা জেলা প্রশাসকের নিকট প্রদান করেন।

(এস/এসপি/ডিসেম্বর ০২, ২০১৯)