হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশী মোটর সাইকেল চালকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর)সকাল থেকে শুরু হয়ে আগামী ৫ডিসেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা চলবে। হালুয়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর পিপিএম এর উদ্যোগে অনুষ্ঠিত পুলিশের এই ব্যাতিক্রমী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। উক্ত প্রশিক্ষণে উপজেলার প্রায় তিন হাজার মোটর সাইকেল চালক অংশ গ্রহণ করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র খায়রুল আলম ভূঞা,হালুয়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর পিপিএম, ময়মনসিংহ জেলার ট্রাফিক পুলিশ পরির্দশক তৌহিদ ভূইয়া,হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, পুলিশ পরির্দশক (তদন্ত) আবুবক্কর ছিদ্দিক প্রমূখ। এ ছাড়াও থানার অফিসারগণসহ ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশী মোটর সাইকেল চালকরা উপস্থিত ছিলেন।

(জেসিজি/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৯)