মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলা সদরের শহীদ আব্দুল কদ্দুস মগড়া সেতুর পশ্চিম ঢালু অংশে পুরনো তালিপট্টি বক্স কালভার্টটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় মাঝখানে গর্তের সৃষ্টি হয়ে  মরণ ফাঁদে পরিনত হয়েছে।

ফলে প্রতিদিন দুর্ঘটনার আশংকা নিয়ে পথচারীসহ অংসখ্য যানবাহন নিরুপায় হয়ে যাতায়াত করছে। এ পথে হাওড় অঞ্চলের লোকজনসহ উপজেলার ৮টি ইউনিয়নের মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন। ব্রীজের পার্শ্বে রোডলাইট না থাকায় গর্ত বক্স কালভার্টটিতে পড়ে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। দীর্ঘ এক বছর ধরে বক্স কালভার্টটির এই দুরবস্থা বিরাজ করলেও দেখার কেউ নেই। এ ব্যাপারে নেত্রকোণা জেলার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে খুব দ্রুত এই বক্স কালভার্টটি নির্মাণ করা হবে বলে তিনি জানান।
(এএমএ/এএস/আগস্ট ০৫, ২০১৪)