আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জল রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংগঠক ’৭৫এর ১৫ আগষ্ট শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও শহীদ সুকান্ত আবদুল্লাহ’র নামে স্মৃতি চত্ত্বর নির্মাণের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে ছাত্র সংগঠনের পক্ষে ছাত্রলীগ নেতৃবৃন্দ। 

এসময় উপজেলা পরিষদের চলমান নিয়মিত সভায় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, এসিল্যান্ড ফাতিমা আজরীন তন্বী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আইয়ুব আলী মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

মঙ্গলবার সকালে ছাত্র সংগঠনের পক্ষে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, সহসভাপতি উজ্জল হোসেন, ছাত্র নেতা মাহামুদুল হাসান সাগর, ফয়জুল সেরনিয়াবাত, আবু বকর পাইকসহ নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের কাছে ‘ স্মৃতি চত্তর’ নির্মানের জন্য লিখিত আবেদন করেন।

নেতৃবৃন্দ তাদের আবেদনে জানান, গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আগৈলঝাড়া উপজেলা শহরের প্রবেশদ্বার ফুল্লশ্রী বাইপাস মোড়ে সরকারী জমিতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি চত্ত্বর, একই শহরের পশ্চিম পান্তের প্রবেশদ্বার কান্দিরপাড় বাইপাস মোড়ে শহীদ সুকান্ত আবদুল্লাহ স্মৃতি চত্তর ও শহরের তিন রাস্তা মোড়ের প্রধান পয়েন্ট (গান্ধির দোকান) বঙ্গবন্ধু কর্নার নির্মানের দাবি জানান।

নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস ছাত্র নেতাদের আবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু সরকারী জমি তাই উল্লেখিত বিষয়টি বাস্তবায়নের সাম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকের সাথে আলোচনা করে তাদের মতামত পেলে “স্মৃতি চত্ত্বর” নির্মাণ করা হবে।

(টিব/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৯)