নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় টিসিবির পেঁয়াজ বাজারে প্রভাব ফেলতে পারেনি। ক’দিন আগে কেজিতে ৫০ টাকা কমলেও ফের তা বেড়ে গেছে। 

মঙ্গলবার নওগাঁ পাইকারী বাজারে পুরনো পেঁয়াজ ২২৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে। ওই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হযেছে ২৫০ টাকা কেজি দরে। পাশাপাশি নতুন পেঁয়াজ (পাতা ছাড়া) প্রতি কেজি বিক্রি হয়েছে ১৬০ টাকা কেজি। যা খুচরা বাজারে ১৮০ থেকে ১৯০ টাকা।

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকার টিসিবির মাধ্যম্যে ৪৫ টাকা কেজি দরে বাজারে পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করেন। সেই মোতাবেক রবিবার ও সোমবার ২দিন নওগাঁ বাজারে ট্রাক সেলের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হয়। ২ জন ডিলার মেসার্স শাওন ট্রেডার্স ও নিউ মনছুর ট্রেডার্স গত দুিদিন ২টি ট্রাকে শহরের বিভিন্ন পয়েন্টে বিকেল সাড়ে ৩টা থেকে গভীর রাত পর্যন্ত পেঁয়াজ বিক্রি করেছে। প্রতি ডিলার ২ হাজার কেজি করে পেঁয়াজ বিক্রি করেছে। কিন্তু মঙ্গলবার নওগাঁয় টিসিবির কোন পেঁয়াজ বিক্রি হয়নি।

এ ব্যাপরে টিসিবির রাজশাহী বিভাগের আঞ্চলিক অফিস প্রধান প্রতাপ কুমারের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, গাড়ি সমস্যার কারনে মঙ্গলবার নওগাঁয় পেঁয়াজ বিক্রি হয়নি। তবে বুধবার যথারীতি নওগাঁয় পেঁয়াজ সরবরাহ করা হবে।

(বিএম/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৯)