আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে বরিশালের আগৈলঝাড়ায় দুই ভিক্ষুককে পূণর্বাসনের জন্য ছাগল ও নগদ অর্থ প্রদান করেছ একটি স্বেচ্ছাসেবী এনজিও।

মঙ্গলবার সকালে উপজেলার বেসরকারী উন্নয়ন সংস্থা হোমল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। পুণর্বাসনে সহায়তা গ্রহনকারীরা হলো উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মৃত.বাদশা হাওলাদারের স্ত্রী পলি বেগম ও রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত.এরফান শাহ’র ছেলে ছরোয়ার শাহ। এরা দুজনেই বিভিন্ন স্থানে ভিক্ষা বৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিলো।

উপজেলা পরিষদ চত্তরে পুনর্বাসনে প্রদান করা দু’টি করে ছাগল ও খাদ্য সহায়তা বাবদ নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীণ তন্বী, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান ও এনজিও নির্বাহী পরিচালক কাজল দাস গুপ্ত।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৯)